Sunday, April 30, 2006

यदी तोर डाक सुने (बँगला)

टैगोर की एक और प्रेर्णाजनक रचना (यदी तोर डाक सुने केउ न आशे) . हिन्दी के लिये यहाँ क्लिक् करें

যদি তর ডাক সুনে কেউ না আসে, তবে একলা চাল রে
একলা চাল, একলা চাল, একলা চাল, একলা চাল রে

যদি কেউ কাথা না কাই
ও রে ও রে, ও আভাগা, কেউ কাথা না কাই
যদি সাবাই থাকে মুখ ফিরায়ে সাবাই করে ভয়
তবে পারান খুলে,
ও টুই মুখ ফুতে তর মনের কথা একলা বোল রে

যদি সাবাই ফিরে জায়ে
ও রে ও রে, ও আভাগা, সাবাই ফিরে জায়ে
যদি গাহান পাথে জাবার কালে কেউ ফিরে না চায়ে
তবে পাথের কাণ্টা
ও তুই রক্ত মাখা চারান তলে একলা ডাল রে

যদি আল না ধরে
ও রে ও রে, ও আভাগা, আল না ধরে
যদি ঝার বাদলে আন্ধার রাতে দুয়ার দায় ধারে
তবে বাজ্রানালে
আপন বুকের পঞ্জর জালিয়ে নিয়ে একলা জাল রে

(রবীন্দ্রনাথ ঠাকূর)

No comments: